আজ এসেছ দ্বারে
পূর্ণ অলংকারে,
আগের চেয়ে দেহখানা
হিষ্ট পুষ্ট করে।
কালকেশি চুল অবশ্য
অনেক বেশি হয়েছে সিল্কি।
বিশ্বাস বুঝি করবে না
আমার গায়ে কাটত চিমটি,
একি সত্যি না ভেল্কি!
উদরের চর্মে ঈষৎ ভাজ
দেখে যেন মনে হয় -
ভরা নদীর বুকে
তরঙ্গ ন্যায় সাজ।
চিবুক দু'খানা পূর্ণ চাদ
সারা গায়ে পূর্ণিমার আলো।
আমার নষ্ট অনুভূতি
যে কোন সময়
বলে দিতে পারে, এখনিই-
হবে কি আলিংগনে ব্রত।
আমিতো সে কবেই গিয়েছি ভূলে
তোমার স্পর্শের ভাবনা।
যা হই নি তা আর হবে না।
তবে ভালবাসা যেমনি ছিল
আজো আছে তেমন।
আমি বেশ ভাল আছি
সেটাই শ্রেয়, কর যদি প্রস্তান।
ভূলেও যেন করিওনা স্মরণ-
এমন অযাচিত বিসর্জন,
হতে পারে কোন ক্ষতিপূরণ।