আমি শতবার তোমাকে বলেছি
পান করাইওনা প্রেমের সুধা,
দক্ষিণা হস্তের মূল্যবান আংগুলীতে
কিছু মুখে দিয়ে নষ্ট করাইওনা ক্ষুধা।
আমার আত্নার মাঝে তুমি যেন
আত্নীয়তার সম্পর্ক দিওনা,
ঝোপঝাড় মেরে ভুল করে
সবুজ অরণ্য গড়না।
নষ্টামীকে হেয়ালী করে অযথা
ভালবাসার আবরণ দিও না,
কঠিন বাস্তবের থাবার মুখে
নি :স্বার্থ প্রেমের জয়গান গেয়না।
আহত স্মৃতিকে কুড়িয়ে কুড়িয়ে
পরিচর্যা করে আরোগ্য করনা,
কলংকিত এই দানবটাকে
মানুষ্যরূপে বিবেচ্যে করনা।
তোমার মুখ-মন্ডলে বেদনার ছাপ,
আত্ন জীবনের প্রতি নানান প্রলাপ।
মৃত্যু অবধারিত, এই অপদার্থ ব্যতীত,
মনোরঞ্জন করা যত সংলাপ।


পিপাষার্থ এই হৃদয় আমার
ভালবাসা পেতে ব্যাকুল সদাই।
সুযোগ সন্ধানী হে ভয়ংকর রমনী,
অবলা অন্তরে ঘূণিত বৃক্ষের বীজ-
এত যত্ন করে বপণ করেছ হৃদয়ে।
গোপন রাখা ধারালো তরবারিতে
আমার ক্ষত হৃদয়টাকে টুকরো করেছ।
যন্ত্রণার এমন জ্বালা তুমি কি জানবে?
লোভী আচরণে বশীভূত হয়ে,
অপরাগতার বাক্য বলে যাচ্ছ।
কিছু বানানো ঘটনার অজুহাতে,
অন্তর খুন করে ক্ষমা অনায়াসে নিচ্ছ।
এসবি আজ মরে গেছে মস্তিষ্কে।
নতুন কোন স্বপ্নের মোহে
স্থানান্তরিত হয়েছ তাহাতে,
হ্যা যাও, চলে যাও, আমার সীমানা হতে;
যেন আর না ফিরে এস কোন ক্ষণে।
যা ছিল সব স্মৃতি মুছে দিও
হাজারো ঘূণার উপহার দিয়ে।
আমি জিংগাসা করি শুধু আজিকে তোমায়,
কোন ক্ষতি তো করিনি তোমার।
তাই প্রশ্ন শুধু জানার একটাই, দোষ তবে কার?