কবিদের কথা কে শোনে ভাই?
আতে  লাগে ব্যাথা, বলে কি সব কথা!
কিসের তরে শ্রবণ?
আছে কি তাহাতে আরাম আয়েশ
বা ভাগ্যের হবে কি পরিবর্তন?
বল, কিছু নেই উহাতে।
না আছে ফূর্তি না আছে পূর্তি
আমাদের উদরের দায়ে জীবন ক্লান্ত!
কবিদের তো খাওয়া দাওয়া নেই
ওরা বোধ হয় গড়া বাতাসের। বোঝেন তো।
কি যে খায় তারা বুঝি নারে ভাই,
কোন সে আমৃত। আমীষ বা নিরামিষ।
কিছুই তো তাদের যোগানে নেই তবু,
ক্যামনে তারা হজম করে বল?
দুনিয়ার যত পার্থিব বিষ।