জীবন মানে নানান চাহিদা
পূরণে চলে যত লড়াই।
কালো বাজারী করে মানুষের
ভাল ভূড়ি ভোজ হওয়া চাই।
ঘূষ,সুদ, ছিনতাই-
আরো কত ধরণের উৎস।
ধর্ষণ অপহরণ কোন ব্যাপার নয়,
প্রয়োজনে হবে প্রকাশ্য।
সম্পত্তি যখন অঢেল আছে
এ জীবনে হবে নাকো শেষ।
রংগ তামশায় যাকনা দিন
এইত জীবন চলছে বেশ।
রাত্রির অন্ধকারে মায়ের জাতি,
বিক্রি করে মাতৃত্বের দেহ।
দিনের আলোয় মহামানব
এরাই রাত্রে আসে কেহ কেহ।
শরীরে লেগেছে মৃত্যুর আভা
বয়সখানি যাচ্ছে কমে
বুঝিনা আমি কি করে হয়!
যৌবন রেখেছে তারা জমে?
জীবন মানে আজকাল যত
কমবেশি অনাচার
তাই বলতে বুঝি বাধা নেই আর
নিমিষেই হবে অন্ধকার।