সেই প্রতিমা ন্যায়
নিষ্পাপ মুখখানি যার।
ঠোটের কার্নিশে এক চিলতে হাসি
কি অসাধারণ রুপ তার।
ছিলনা যদিও ফর্সা গড়ন
শ্যাম বর্ণের মেয়ে সে।
জানি তাম না অকৃত্রিম প্রেমে
প্রভূ তারে গড়েছে!
কত অবসর সময়-শৈশবে
আমাকে করেছে উজ্জীবিত।
তার সে অমূল্য প্রেম
বিক্রি দিয়ে, বলেছিলাম ঘূণিত।
আমার যত বৃহৎ অপরাধ
মেনে নিতে যার হতনা দেরি,
তাইতো আজ এতদিন পর
তাকে কেন খুজি?
এত অপবাদ আর অভিনয়
যাকে দিয়েছি অবিরত;
তার কারণেই আজি হৃদয়
কেন হচ্ছে অবনত।
অনেক বেশি হয়েছে বিলম্ব
তাকে বোঝার মত দূরদর্শিতা।
তাই যেখানে থাক সুখে থাক
আমার অবহেলিত সনচিতা।