পার্থিব এই ধরিত্রীর বুকে
দৃশ্যমান কত ধনবান মানুষ।
বিলাসিতার উচ্চ শিখরে
আচরণের নানান কলা,
প্রাচুর্যের স্বার্থে অনায়াসে
কত কিছুই হচ্ছে বলা।
এর মাঝে কি আছে সুখ?
আছে লুকায়িত নীরব জ্বালা।
সভ্যতা বলতে বর্তমান
বিবেককে দিচ্ছি বলিদান,
আর মানুষ্যত্ব বলতে
ঘূণাকে দেই প্রতিদান।
ক্ষণকাল আবাসের ঠিকানা,
এই পরকালের শষ্যক্ষেতে।
কাজ দেবে না অর্থ করি,
প্রাপ্তি ধনবান মনে।
জীবন মানে সংগ্রাম যথার্থ
সততা যার অবিচ্ছেদ্য,
ভালবাসা ব্যাতীত কেমনে হবে
এ পৃথিবী বাসযোগ্য।
ক্রোধ, হিংসা মুছে দিয়ে
আস ভালবেসে হই সবারি,
তবেই পাবে প্রকৃত সম্পদ
খুশি হবে স্রষ্টা, সৃষ্টি।
আজ খুব বেশি তাই প্রয়োজন।
ধনবান মানুষ নয়।
চাই--
ধনবান মন।