রক্ষিত জনার হয় যদি ভক্ষণ
কত বিভৎস হবে পরিণাম!
বলিতে আমার হবে না পৃথক
আজকাল ঘটেছে বহু প্রমাণ।
যৌতুকের দায়ে অবলা নারী
নিষ্পেষিত স্বামী নামক যাতাকলে,
বর্বোরচিত অবিরত নির্যাতনে
আরো কত নারী যায় ঝলসে।
কষ্ঠে কষ্টে দিনরাত ভরি
ক্রমে ক্রমে হচ্ছে সাবলম্বি।
বড় অংকের ফায়দা চাই-
আমাদের বলে কিছু শান্তিবাহিনী।
পদ্ধতির নিয়মে হবে আত্নস্বাদ,
বিচার -আচারে সব ঠিকঠাক।
হিসেব যেন বরাবর থাকে
দুইয়ে দুইয়ে সমভাগ।
ধীরে ধীরে দেশ হচ্ছে বেশ
হবেই হবেই একদিন উন্নতি।
আসলেতো সবখানে ইদানীং
ধরে গেছে ভীমরতি।
দূর্নীতি নেই কথায় বল?
ধর্ম অবধি পড়েছে প্রভাব।
যার যত আছে সে তত চায়,
তবু শেষ হয় না অভাব।
ধ্বংস যখন সাধারণ মানুষ
অবিচারে প্রাণ বলিদান।
সত্যপথে আর কতদিন
মানবকুল;করিবে অভিযান।