মাঝে মাঝে এমন যদি হয়
নি :সন্দেহে কর সত্যি,
করেনি কেউ এই নয় ভাবনা
করে ফেলায় যত সুবুদ্ধি।
নর্তকী কিংবা বেশ্যা-বৃত্তির
এমন করো যদি সন্ধান পেয়ে থাক ,
তবে করনা দেরি মানব সকল
ভালবেসে তাকে কাছে টানো।
ক্ষীণ বুদ্ধি অথবা প্রতারণার কবলে
আজকে তারা ঘূণ্য সমাজে,
তুমিই বল মানুষ কি কখনও
বিক্রি হয় দরদামে!
বাচার তাগিদে এমন পথ
না হয় ভুল করে নিয়েছে বেছে,
তুমি যদি হউ প্রকৃত মানুষ
তবে তাকে কেন নিবেনা কাছে।
নারীর অধিকারে স্লোগান দাও
আর নয় কোন নির্যাতন।
এই যে সকল অবলার দল
আর কত হবে অবিরত ধর্ষণ।
তাই করি আবেদন, শুন প্রতিজন
ওদের ভাওলবাসতে উজার কর মন।
যেন আর ঘটেনা কভু
অমানবিক এই নির্যাতন।