শেষ উপহার ব্যথার পাহাড় আমায় দিলে যা আছে,
ভালোবাসি বলে সহে যাই সব বলবো কার কাছে।
হাসলেও দোষী, কাঁদলেও দোষী, দোষী সকল বেলা,
আমি বলি ভালোবাসি, তোমার অবহেলা।
ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ছেড়েছি সবকিছু,
ভালোবাসা রক্ষার জন্য করি মাথা নিচু।
তবুও আমি অপরাধী,
কেউ বুঝেনা দু:খ আমার নীরবে শুধু কাঁদি,
হাতে ধরি পায়ে ধরি বাঁচাতে ভালোবাসা।
তুমি দৌঁড়াও রঙ্গের ঘোড়া আমার অশ্রুয়ে ভাসা,
তোমায় আমি প্রেমের কথা বলছি আগে বলে,
আমায় নিয়ে নৃত্য খেলাও ভাসাও নয়ন জলে।
বেয়ায়া হয়ে তোমার কাছে আমি পড়ে আছি,
তুমি ছাড়া বাঁচবো না তাই বার বার ছুটে আসি।
আমি কি ছিলাম বোঝবে সেদিন যেদিন দেবো প্রাণ,
আমার জীবন নেবেই একদিন তোমার অভিমান।