চলতি পথে মনু নদীর পূর্বপাশের বাকে,
আনমনেতে বসতে দেখি রুপ্যলতা তাকে।
বয়ে ছিল শরৎ দিনের শিতলতম হাওয়া,
মনটা আমার হারিয়ে ছিলাম দেখে তার ঐ চাওয়া।
প্রেমপুরের ঐ অনেক দুরে দাড়িয়ে আমি ছিলাম,
দেখে তারে ধীরে ধীরে এগিয়ে যেমন এলাম।
ভালো মন্দ বুঝবার বুঝ হারিয়ে রুপের নেশায়,
রোজ আসিতাম সকাল সন্ধ্যা পথে যাওয়া আসায়।
নেই পরিচয় কিছুই জানা জানি না কোন দেশি।
বসতো সে রোজ এমনি করেই হয়ে এলোকেশি,
শিউলী ফুলের মধুর কলি শোভা দিত চুলে,
দিশেহারা কতই হতাম যদিও মনের ভুলে ।
চার আঁখিতে আসতে যেতে কতই হত কথা,
আমার দেখা প্রথম কোন রুপের রুপ্যলতা।