প্রিয় শার্টটি আগে ছিড়ে তেমনি প্রিয় শাড়ি,
ভরসা করি যার হাত ধরি সেই চলে যায় ছাড়ি।
প্রিয় মানুষ আগেই মরেন মন্দরা সব বাঁচে,
সবচেয়ে প্রিয় মোবাইল টাতেও কাজ করেনা টাচে।


ঘরের প্রিয় বইটাতেও আগেই ছিড়ে পাতা,
প্রিয় ফুলটি আগে ঝরে হয়না মালা গাথা।
দোষ কারো নয় প্রিয় হওয়া বা প্রিয় ভাবাই ভুল,
নদীর পারের বাড়ির মত হঠাৎ ভাঙ্গে কুল।