অশ্রু জলে বুক ভাসে গো শুনলে তারই কথা,
এমনি এমনি হয়নি কো এই বাংলার স্বাধীনতা।
লক্ষ প্রাণ আর লক্ষ মায়ের রক্ত দিয়ে কেনা,
স্বাধীনতা এই শব্দ পাওয়া স্বাধীনতাকে চেনা।
সেদিন আকাশে ছিল না কাক নিস্তব্ধ শহর,
চারিদিকে শুধু লাশ আর লাশ করছিল ঝর ঝর।
রাত্রি কালো নেইতো আলো নীরব অন্ধকার।
নির্মম ভাবে কেড়েছিল প্রাণ পাক হানাদার।
গুলির উপর গুলি ছুড়েছে বীর মেরেছে কত,
দোয়েল পাখি বলছে ডাকি পিতা বেছে আছেন তো।
পঁচিশ মার্চ বারোটার পর প্রথম প্রহরে,
প্রিয় নেতা স্বাধীনতা দেন ঘোষণা করে।
যার যা আছে তাই নিয়ে সবাই রুখে দাড়াও,
চুড়ান্ত বিজয় যদি না হয় লড়াই চালিয়ে যাও।
ইহাই হয়তো আমার শেষ বার্তা,
প্রাণ যায় যাক ভায়েরা আমার দিয়ে গেলাম স্বাধীনতা।