কি পেলাম আর কি হারালাম
কারেই করলাম আপনজন,
কুড়িয়ে পেয়ে উড়িয়ে দিয়ে
মিথ্যে ঝরাই দুই নয়ন।


আমার আমার করাই শুধুই
আমার নিজের বোকামি,
আসছি একা যাবো একা,
মিথ্যে লোভে সামসামি।


যা পাই আর যাই হারাই
তা যে খানিক ভোগের ধন,
নিশ্বাসের গ্যাসেতে জীবন
গাড়ি চলবে কতক্ষন।


মিথ্যে করি বাহাদুরী
মিথ্যে করি অহংকার,
সাড়ে তিন হাত ঘরই আপন
মিথ্যে জগৎ এই সংসার।