তোমার মনের মান আভিমান মিটাও যত পারো,
যত খুশি আমার উপর পাথর ছুড়ে মারো।
হয়ে আছি বোকা আমি বৃক্ষের মত,
প্রতিবাদের নাইকো শক্তি বিপদ আসে শত।
একটু খানি নড়া ছড়ায় ভাঙ্গে মনের ডাল,
আজ ভাসছি নয়ন জলে হাসবো কি কাল।
পরিবর্তনের এমন নীতি সত্যি যদি হয়,
সুখের অপেক্ষায় থাকবো না হয় দিবস রজনীময়।