শায়লা এখন আর আসেনা পয়লা বৈশাখে,
ভালোবাসি বলেনা না আর এখন আমাকে।
রুপালী বুক খালি করে করছে স্বামীর ঘর,
দেখতে দেখতে অর্পিতাও হয়ে গেলো পর।
তুলি আমায় ভুলি গেলো পেলাম না কো ঠের,
কারো দুষ নায় কো আমার কপালেরই ফের।
মনের মাঝে প্রিয়ার সাঁজে ছিলো ইয়াসমিন,
সে নাকি এখন হয়েছে- অন্যের প্রেমে অধীন।
মমতা আমায় ক্ষমতা দেখিয়ে দিলো না মনে ঠাই,
শান্তা আমায় পাত্তা দিলো এখন দেখি নাই।
চোখে পলকে আমায় দিয়ে গেলো ফাকি,
অন্যের প্রেমে মন দিয়েছে এখন জোনাকি।
যে রোজ এসএমএস দিতো করতো আমায় মিস,
জীবন থেকে হারিয়ে গেলো প্রিয়তমা বিলকিস।
বিশ্বাস নিয়ে করলো খেলা ভাঙ্গলো মনের আশা।
ধোকা দিয়ে বোকা বানালো আমায় বিপাশা।
রুপে গুনে ছিলো সে ছিলো সমপূর্ণা,
মৃত্যুর কাছে হার মানলো প্রিয়া স্বর্ণা।
কফি খেতে পপির সাথে হলো আমার দেখা,
এখন শুধু তাকে নিয়েই কবিতা লেখা।