দিন পুড়াচ্ছে দিনের হালে করছি সময় পার,
মূল্য দেইনি তাকে আমি মূল্য দেব যার।
সময়ের স্রোতে যাচ্ছে সময় করছি অভিনয়,
শেষ বেলাতে দেখি আমার আপন কিছু নয়।
চোখ খুলে দেখি এখন সবই অন্ধকার,
মূল্য দেইনি তাকে আমি মূল্য দেব যার।


মোহে পড়ে কাটিয়ে দিলাম সোনার মত দিন,
যত আগাই আধাঁরই পাই অন্ধকারে মলিন।
ভোর বেলাতে ধরিনি পথ দুপুর গেলো কবে,
বিকেল বেলায় উড়াউড়ি করলে কি আর হবে।
অবহেলায় হারিয়ে গেলো যাই ছিল সার,
মূল্য দেইনি তাকে আমি মূল্য দেব যার।


সঠিক সময় সঠিক সিন্ধান্ত না নিয়ে আজ ভাই,
আমার আমি দেখি আমি আমার আমি নাই।
দিলাম কতই পরিক্ষা আমি লিখলাম কত পাতা,
ফলাফলে  দেখি আমি সবই গেছে বেথা।
যা হবার তাই হয়ে গেছে কি আর হবে আর,
মূল্য দেইনি তাকে আমি মূল্য দেব যার।