জীবনের চরম মুহুর্তে পড়ে গেলাম,
এখন ভাবি কেনো ভবে এলাম।
যা করেছি সব ভুল,
তাই অনাহাসে ঝড়ে যেতে চায় জীবনের ফুল।
দুনিয়া থেকে ইচ্ছে করে নিয়ে যাই ছুটি,
ভালো নেই একদম বেঁচে আছি মোটামোটি।
কষ্ট দিয়েছো প্রভু সইবার দাও শক্তি,
জানিনা আমার পরিনতি ।
কি করবো, যতবড়ই হয়েছি
আমার মনের মত আমি চলেছি,
পেয়েছি অনেকের ভালোবাসা,
আজ চতুর্দিকে শুধুই নিরাশা।
আমি কখনো টাকার পিছনে ছুটিনি।
চেয়েছি কিছু সম্মান এখন ভাবি টাকাই সব,
আমি বড় হতো ভাগ্য হইনি সুখের যোগ্য,
আজ আপন মানুষরাও পর হতে চায়,
বড় একা করে দিয়ে আমায়।
রাখতে পারিনা বেঁধে,
অন্তর নীরবে বেড়ায় কেঁদে।
আমার নেই কোনো ক্ষমতা,
জানিনা কি লিখেছে দিয়েছে ভাগ্যে বিধাতা
মানতে পারবো না এমন নিরাশায়,
পৃথিবীর কাছ থেকে নেবো বিদায়।
সবাই আমায় ক্ষমা করে দিও
বিদায় বেলায় চোখের কান্নায় আচল না ভিজাইও
আমি তো অমর নয় ক্ষণিকের অতিথি,
মুখে বিষ গলে ফাঁসি এ ছাড়া নাই আমার গতি।