একটি কবিতা লিখবো,
যে কবিতায় থাকবে নিরীহ মানুষের কথা।
একটি কবিতা লিখবো,
যে কবিতায় থাকবে হাজারো পথশিশুর কথা।
একটি কবিতা লিখবো,
যে কবিতা হবে বাস্তবতার আয়না।
একটি কবিতা লিখবো,
যে কবিতা বলবে সমাজের অন্যায় অবিচারের কথা।
একটি কবিতা লিখবো
যে বলবে মুক্তির কথা
সহস্র মায়ের আর্তনাদের কথা।
আমরা আজ দলবদ্ধ
আমরা করতে পারি আজ ন্যায়ের যুদ্ধ
আমরা বাঙ্গলী
আমরা রক্ত ঝড়াতে জানি রক্ত দিতেও জানি।
আমার হাত ধরেছি হাতে আছি একই সাথে
মনে নেই ভয়,
চলবো একই সাথে না হয় দুর্গম পথে
আমরা ছিনিয়ে আনতে জানি অসম্ভব জয়।