দুরের প্রেম তো ভালো ছিলো কেনো কাছে এলে,
পুন্য ভরা প্রেমে আমার পাপ ঢেলে দিলে।
জাগালে মনে লালসা
এই কি তোমার ভালোবাসা
পবিত্র অঙ্গ ভিজালে তোমার নোনাজলে,
কাজ কর্ম ফেলে তোমায় ভাবছি নিরলে।


অপেক্ষাতে ছিলে তুমি তাইতো ছিলো ভালো,
তাহলে মোর সোনার দেহ হতো না আর কালো।
কোথায় রাখলে তোমার মহত্ব
কেড়ে নিয়ে কোমারীত্ব
তোমার চোঁখে তো রঙ্গিন স্বপ্ন করছে ঠলোমলো,
নয়ন জলে ভেসে ভাবি কেনো এমন হলো।


সেদিন বাসে পেয়ে পাশে বলে সজনী
জড়িয়ে ধরে বললে মোরে করবে সঙ্গীনি।
সেই দিনের সেই আধাঁরে
আমার সব দিলাম তোমারে
আজ কেনো করলে আমারে এতই একাকিনি,
তোমার প্রেমে মজাইয়া মন আজ কলঙ্কীনি।


তোমার হাতে হাত ধরে এসেছি বহুদুর,
অবশেষে স্থান আমার হলো বিষাদপুর।
হারিয়ে আজ মান কুল
হয়ে গেলাম আজ ঝরা ফুল
কে তুলে নিয়ে আমার দুঃখ করবে দুর,
তোমার জন্য করে চুরি আজ আমি চুর।