যার জন্য অশ্রু ফেলে কাঁদি আমি জনমভর,
আপন সেতো নেইতো এখন হয়ে গেছে অনেক পর।
অতীত এখন পতিত জমি কেউ করেনা চাষ,
সুখ এখন করে নিয়েছে দূ:খেরা গ্রাস।
সে আমায় রোজ কাঁদায় আমি তার আশাতেই রই
যে নদীর জল শুকিয়ে গেছে তাতে আজো বৈঠা বই,
যে ফেসবুকের ব্লক লিষ্টে সে আজো মনে,
তার ছবি দিয়ে গ্যালারী ভরা অথচ দেখতে চাইনা নয়নে।
যার নাম শুনলে কেপে উঠে আমার দেহ হার্ট,
অথচ তার নামে আমার লেপটপ পাসওয়ার্ড।
যাকে আই হেট ইউ বলি করে চিৎকার,
একা একা নিজেই বলি তুমি শুধুই আমার।
যার এসএমএস এলে মনের রাগে ডেলিট করে দেই,
অথচ তার এসএমএস পাওয়ার জন্য মোবাইল হাতে নেই।
যাকে স্বপ্নে দেখার ভয়ে রাত জেগে রই,
অথচ আকাশের দিকে তাকিয়ে আমি তারই কথা কই।
আসলে প্রেম কি অদভুৎ যার নেই শেষ,
ছেড়ে গেলেও হয়না ছাড়া রয়ে যায় রেশ।