মৃত্যু আয়রে কাছে,
তোর কাছে প্রাণ বিলিয়ে দেব ইচ্ছে হয়েছে ,
হলো নারে বেচে থাকা
অস্তিত্যকে ধরে রাখা
মধ্যে খানে থেমে গেলো জীবনের কিচ্ছে।
আমার পাশে নেইরে কেউ
চোখে বয় গঙ্গার ঢেউ
সেই জল এখন আমার হয়ে গেলো মিছে,
যা পেয়েছি তাতেই ধন্য
আপন কিছু ভাইদের জন্য,
শ্রদ্ধা ভক্তি রেখে গেলাম আজ সবার কাছে।
যদি আমি যাই গো চলে
কাউকে কিছু না বলে
কাঁদবে কি কেউ আমার জন্য মায়া কার আছে,
যেনে গেছি আমি একা
লক্ষ্য হচ্ছে আকাবাকা
হৃদয় শুকিয়ে করছে খা খা জল দেবার কে আছে।
যাদের জন্য অশ্রু ঝড়াই তারাই বলে ভাব
কান্না এখন নিত্য সঙ্গি হয়ে গেছে স্বভাব
কেঁদে ফিরে হলো না লাভ ভবের হাটের কাছে,
যাদের জন্য কাঁদে হৃদয়
তারাই বলে তা অভিনয়
তবুও আমি করি বিনয় যদি বিবেক আসে।
হয়ে গেলাম আজ অসহায়
জল উঠেছে জীবন নৌকায়
বেলা আমার যায় চলে যায় সময় হয়ে গেছে।।