পূজো এলে মনে পড়ে তোমার মুখের হাসি,
পূজোর মাঝে দুজন ছিলাম খুব পাশাপাশি।
পূজো এলে মনে পড়ে তোমার কোমল হাত,
পূজোর কালে এক সাথে কাটিয়ে ছিলাম রাত।
পূজো এলে মনেও পড়ে তোমার কালো কেশ,
লাল ফিতায় সাজিয়ে ছিলে লেগেছিলো বেশ।
পূজো এলে মনে পড়ে তোমার ছোট্ট পা,
আপন মনে তার মাঝে দিয়েছিলাম আলতা।
পূজো এলে মনে পড়ে কত পাগলামি,
খেলার ছলে তোমার গায়ে হাত দিয়েছি আমি।
এখনো কি আছে প্রিয় তোমার গায়ে ব্যথা।
কিছুই ভুলিনি আমি মনে আছে সব কথা।
একদিন পূজোর সময় রং দিতে করেছিলে তাড়া,
দৌড়ে আমি পালিয়ে গিয়ে ভেঙ্গে ছিলাম বেড়া।
তোমাকে অবশেষে দিয়ে দিলাম মন,
মনের অজান্তেই ঘটে গেলো হৃদয়ের বন্ধন।
পূজো গেলো অনেকদিন আবার এসেছে,
এমন করেই থেকো প্রিয় আমায় ভালোবেসে।