বানান না হলে মানানসই অর্থ বুঝায় ভিন্ন,
ভালো কথা অনেক সময় বুঝায় জগন্য।
খবরের জাগায় কবর লিখলে বুঝেন তো কি হয়,
সূখ এর স্থানে শোক লিখলে অর্থ যেমন হয়।


হাসোর স্থানে আসো লিখলে কি আর করবেন,
বিপদ হয়তো আসতে পারে পরে ঠের পাবেন।
ফুল এর স্থানে পুল যদি হয় রাস্তায় হবে স্থান,
বানানের জন্য পাবেনা হয়তো সঠিক তার মান।


অন্য যদি অন্ন হয় হয়ে যায় খাবার,
বানানের জন্য এমনই হয় ভয় নেই পাবার।  
ঘড়ির স্থানে গড়ি হলে হবে কাজ করা,
সময়ের জন্য শিশুটির হয়তো হবেনা আর পড়া।


ডাকার স্থানে ঢাকা লিখলে হবে রাজধানী,
তাই খিয়াল রাখতে হবে সবার বাংলা বানানখানি।
অনেক বানান রয়েছে এমন নেইতো এখন মনে,
স্মরণ হলে পূরণ করবো অন্য কোনো দিনে।


ভুল ত্রুটি করবেন ক্ষমা ভুল থাকতে পারে,
অবুঝ বলে সঠিক পথ দেখাবেন আমারে।
আমারো মাঝে মাঝে বানান ভুল রয়,
আপনাদের কথা আমার কাছে উপদেশই হয়।