অনেক সময় অনেক কিছুই লিখতে ইচ্ছে হয়,
কখনো আনন্দের কথা কখনো ব্যথাময়।
চাষীর মূখের হাসির কথা নবান্ন উত্সব,
পাড়ায় পাড়ায় উটে যখন খুশির কলরোব।


গাঁয়ের মেয়ের পায়ের নুপুর রাখালীয়ার বাঁশির সুর,
মায়ের হাতের রান্না খাবার স্বাদ যার বড়ই মধুর।
সবুজ শ্যামল বাংলা মায়ের  রূপের বর্ণনা,
কখনো প্রাকৃতিক সৌন্দর্য্য পাহাড়ী ঝর্ণা।


নদীর বাকে কুকিল ডাকে বধুর মায়ার টান,
তাঁর মাঝে সুজন মাঝির ভাটিয়ালী গান।
ঈদ পূজার কত আনন্দ আত্মীয় স্বজন দেখা,
নতুন জামায় শিশুর খুশি মন যায়না কোথাও দেখা।


লিখার নেইতো শেষ,
হাজার কবিতা লিখার পর রয়ে যায় তবু রেশ।