জীবনের পথ বড়ই একা
চলছে ছুটে আকাবাকা
সেই পথে দাড়িয়ে আছি আমি,
কত কিছু আসে যায়
কিছুই না কভু দাড়ায়
অপেক্ষায় কেটে যায় দিবস রজনী।

কত জন এই পথে
আসে যায় দিনে রাতে
দেখিনি থেমে থাকতে মূর্খ বা গুনি,
নাইকো সকাল সন্ধ্যা দুপুর
যায় আসে যায় সাধু ও চোর
মূখ ফিরিয়ে আমার বেলায় মাঝি নিয়ে যায় তরণী।