আজ শরতে প্রতি পরতে জেগেছে ছন্দ
শেফালী ফুলের গায়ে পেয়েছি পূজার গন্ধ।
মা এসেছে উঠলো কলরোল
বাঁজছে কাসর সানাই আর ঢোল
মা এসেছে তাইতো মনে জাগছে আনন্দ,
আয়রে সবাই বিবেদ ভুলে ভাই ভুলে দন্ধ।


সঙ্গের সাথী সবাই এসেছে দুঃখ করে দূর,
ভোলা বাবাও সাথে এসেছেন বাঁজিয়ে ডুমুর।
হিংসা বিবাদ নেইতো মনে
মায়ের পূজার এমন দিনে,
তাইতো এ মন হয়ে গেছে আনন্দে ভরপুর,
সকল ভুলে জাগিয়ে তুলরে মায়ের প্রিয় সুর।