একমুটো সুখের আশায়
নিজেকে দিয়েছি মৃত্যু ফাদে ফেলে,
জীবন আমায় প্রশ্ন করে
হে কবি কি পেলে?


একমুটো মিত্যে মায়ায় হয়ে উল্মাদ
পেতে গিয়ে একমুটো প্রেমের স্বাদ,
সব গিয়েছি ভুলে,
জীবন আমায় প্রশ্ন করে
হে কবি কি পেলে?


পেতে গিয়ে একমুটো উষ্ণ আলিঙ্গন,
নীরব আঁধারে হারিয়েছি ফুটন্ত যৌবন।
সব হারিয়ে অবশেষে ভাসলাম অশ্রু জলে,
জীবন আমায় প্রশ্ন করে
হে কবি কি পেলে?  


জীবনের প্রশ্নে বলেছিলাম আমি
এইতো বেচে থাকা জানোনা তুমি


এক মুটো নোনাজলে যেমন সৃষ্টি
পৃথিবীর মহাপুরুষ হয়েছে,
হয়েছে শেষে অতুলনীয়
সবার মাঝেই কষ্টের পরশ
ছিল ক্ষণিকও,


আমি পাইনি ব্যাথা,
আমার নয়ন জলের গভীরে পেয়েছি
হাজার কবিতা।