হাজার কষ্টের ভীড়ে
সুখের বুঝি দেখা মিলে অপেক্ষার পরে,
তবুও মন মানেনা কিছু,
ছুটে চলে সুখের পিছু,
শুন্য হাতে অবশেষে ঘরে আসে ফিরে,
তবুও মন থাকে না গো একটু ধর্য ধরে,


অপেক্ষার জানি অনেক গুন সেই কথা জেনে,
তবু কেন বাস্তবকে মন নেয় না একটু মেনে,
মন আজ বড়ই বেকুল,
মানছে না আজ শুদ্ধ বা ভুল,
আপন মনে বসে আছে সুখের ধ্যানে,
সুখ কি এসে দিবে দেখা মনের ভুবনে।


জানি না কি হলো গো আজ,
স্তব্দ এখন হাতেরই কাজ,
মন হয়েছে মনমরা
চৈত্র দিনের যেমন খরা,
সুখ বৃষ্টিতে ভিজবে কবে ধরবে নতুন সাঁজ,
অপেক্ষার প্রহর কাটেনা গো একটু খানি আজ।