আমি তার খুঁজে হয়ে যাই,
দুরন্ত পথের  আচেনা এক পথিক,
জানিনা কখন দিন রাত হয়
মনের ভাবনার নেইতো ঠিক।


আমি তার খুঁজে হয়ে যাই,
দিশেহারার মত তৃষ্ণার্ত এক প্রেমিক,
কত উপাদি কাদে বাঁধি
পাগল বলে কেউ জানায় ধিক।


আমি তার খুঁজে ডুবে যাই
কুলহীন সাগরে,
কখনো আমি হইনি ক্লান্ত
বিরামহীন সাতারে।


আমি তার খুঁজে হয়ে যাই,
কখনো ক্ষুধার্ত এক কাক,
ঘুরে বেড়াই দেশ দেশান্তর
হারিয়ে মধুর বাক।


আমি তার খুঁজে কেঁদে ফিরি
মান কুল ছাড়ি।
আমি তার প্রেমের জন্য
সব করিতে পারি।


সে যে আমার সুখ দুখ
মনের লুকানো কথা,
সে যে রবি ঠাকুর নজরুলের সৃষ্টি
আমার প্রেম কবিতা।