বড় কষ্টে আছি,
জীবনের বেলা যাচ্ছে ডুবে কি করে বাঁচি,
এথায় গেছি সেথায় গেছি ঘুরেছি কত খানেই,
পিছন ফিরে চেয়ে দেখি সময় যে আর নেই,  
আজ বলতে নেই লাজ,
অবহেলায় বাকি রেখেছি জীবনের সব কাজ,  
এখন ভাবি কি করি,
মাঝ নদীতেই আটকা পড়লো জীবনের তরী।
প্রতিক্ষণ দিয়ে মন করেছি আনন্দ ভোগ,
জীবনের প্রতিটা কাজের করিনি কখনো যোগ।
ধন্য হয়েও নিজে নগন্য হইনি বরণ্য,
হিসেব খসে দেখি আমার সবই শুন্য।
হুস থাকিতে করিনি হুস কাকে দেবো দুষ,
ভুলে গেয়েছিলাম আমি যে ছিলাম জীব শ্রেষ্ঠ মানুষ।
বাকির লোভে নগদ পাওনা ছেড়ে আমি গেছি,
বাকি আমায় ফাকি দিয়েছে খেলে কানামাছি।  
সুন্দরবনের মত জীবন যাচ্ছে ধংস হয়ে,
মন ভাঙ্গনের দেখা দিয়েছে কষ্টের শ্রোত বয়ে।
যারা আপন তারাই পর হয়ে যাচ্ছে আজ,
নিরাশায় থেমে যাচ্ছে হাতের সকল কাজ,
রক্তের মানুষরাও হয়ে যাচ্ছে আত্মীয়দের চেয়ে পর,
টাকার কাছে সম্পর্কের তুলনা করছে পরস্পর।
বুঝতে আমি ব্যর্থ এখন জীবনের লেনদেন,
বনলতার মত কেঁউ বলেনা এতদিন কোথায় ছিলেন।
দেহ খানি মোর হয়ে গেছি পুরনো ভাঙ্গা ঘর,
প্রাণ পাখিও এবার বুঝি হয়ে যাবে পর।
কি করতে কি যে করি ঠিক নেই ভাবনা,
ভাবি আমার স্থান কি শেষে হয়ে যায় পাবনা।
এগিয়ে গিয়ে পিছিয়ে পড়ি উটে আবার দাড়াই,
ভাগ্যের লিখন বলে মনকে বুঝাই,
দুটি চোখে ভাসে শুধু নীল নীল ছবি,
বেদনার জাল বুনে  হয়ে যাই কবি।