মন কেন  আজ মৃত্যু ফাঁদে পা বাড়াতে চায়,
বেঁচে থাকার মত কিছু নাই আজ ধরায়।
নিরাশায় বাদে বাসা মনের গহীন বনে,
চোঁখের কোনে অশ্রু জমা হয় ক্ষণে ক্ষণে,
কষ্ট গুলো অনেক দিনে একত্রীত হয়ে,
হৃদয়ে নদী করেছে সৃষ্টি চলছে আজো বয়ে।
মনের ভুবনে নেমেছে আজ ঘন কোয়াশা,
মেঘ জমেছে তারও মাঝে
জীবনের প্রতিটা ভাঁজে।
রোদ গুলো আড়ালে থেকে দেখছে তামাশা।
মুখে যায়না তা বলা,
আমার বুঝি জায়গা এবার হবে গাছ তলা।
তবুও মুখে আছে হাসি,
আমায় যারা করে পর আমি তাঁদেরকেই ভালবাসি।  
আমি বড় ক্লান্ত আজ,
জীবন তরী বেয়ে যেতে নেমে এলো সাঁঝ।