ও কবি আমার কথায় কেউ
করোনা অভিমান,
আপনাদের মুখের কথা যে আমার
নিঝুম রাতের ধ্যান।
ভুল হলে মার্জনা করো
এই করি প্রার্থনা,
আপনাদের দোয়া ছাড়া পলাশ
লিখতে পারতো না।
অনেক কবিদের বাস এখন
কবিতার আসরে,
রাত পুহালে কবিতার মেলা
কে কারটি পড়ে।
চোঁখের সামনে থাকা কবিতার
পড়ে দু এক লাইন,
অসাধারণ, ভালো হয়েছে ,
বলি, হয়েছে খুব ফাইন।
কবিতা মোদের কি বলছে
তা বুঝিনা,
কবিতায় যে আছে কিছু কথা
তা খুঁজিনা ।
তিন অক্ষরে যদিও তাকে
বলি কবিতা,
তার মাঝে যে জড়িয়ে আছে,
এক কবির জীবনের কথা,