আপন বলতে কিছুই নয়,
ক্ষণিকের কাছে পাওয়া কিছু অভিনয়।
কয়েকদিন আগে মেমোরি হারালাম
আজ হারালাম ফোন,
কপালে কি জুটবে আর
ভালো কোন ফোন।


এর আগে মানিব্যাগ হারালাম
পেলেন আমার স্যার,
ছবি দেখে বুঝলেন তিনি ব্যাগটা আমার,
পলাশ কোথায় পলাশ কোথায়
খুঁজতে খুঁজতে শেষে,
চকিদার দিয়ে পাঠালেন পরে
আমার পড়ার ক্লাসে।


তার পরে আবার হারালাম পাইনি খুঁজে আর,
যে পেয়েছে সেই নিয়েছে করে নিয়েছে তার।
টাকা হারাই জিনিস পত্র হারাই,
হারাই কত কিছু,
হারানোর স্বভাব আজো
ছাড়েনি আমার পিছু।


আমার কানে মা দিয়েছিলেন
আদরে এক দুল, ,
কোথায় যে হারিয়ে গেলো
কে যে  করলো কবুল।
হারাই যে আমি ভালো করে জানি
তাই খেয়াল করে রাখি।
তবুও তা দিয়ে যায় আমার চোঁখ ফাকি।


যা যাবার তা চলেই যাবে
রাখা যাবেনা  বেধে,
প্রাণ ওত যাবে চলে কি আর হবে কেঁদে।
জীবন আমার হয়ে গেছে
ছেড়া জালের মত।
পেয়ে হারানোর ব্যাথা আমি
সইবো যে আর কত,