কষ্ট মনে  পাহাড় হয়ে দিচ্ছে শুধু সাড়া,
মরণ আমায় বাঘের মত করে যাচ্ছে তাড়া।
কি যে মনে রাত্র দিনে করছে শুধু বিরাজ,
নাইকো শান্তি শুধুই ক্লান্তি কেড়ে নিচ্ছে কাজ।
আমার কি হয়েছে মনে আমার কি হয়েছে মনে,
কার অপেক্ষায় রাত্র জাগি থাকি নিদ্রাহিনে।
কে বুঝবে কষ্ট আমার বুঝবে কে ব্যাথা,
তুই কি বুঝবি ওরে আমার প্রানের কবিতা।
এই কবিতা বল,
আমি মরলে তুই কি একটু ফেলবি চোখের জল,
কেউ বোঝেনারে আমায়  কেউ বোঝেনা,
কষ্ট মনে রাত্রদিনে কেউ খুজেনা
আমি কি করে মানি,
মন ভুবনে দিচ্ছে শুধু নিরাশায় হাতছানি।