প্রেমে সন্দেহ সৃষ্টি হলে বাধে ঝগড়াঝাটি,
মধুর প্রেমের সম্পর্কটা হয়ে যায় মাটি।
ছেলে বোঝলে মেয়ে বোঝেনা এই যে গড়মিল,
দুজন বোঝলে সমাজ বোঝেনা সব হয়ে যায় নীল।
ছেলে যা চায় মেয়ে যদি তাই মেনে করে,
তাহলে বলো প্রেমে ঝগড়া বাধবে কেমন করে।
ছেলেদের বলি মেয়েদের মনকেও বুঝতে চেষ্ট করো,
না বুঝে কেন তোমরা মিছে ঝগড়া করো।
মা বাবা ভাই বোনের চোঁখ দিয়ে ফাকি,
লুকিয়ে কথা বলেও ভাবে প্রেমকে বাঁচিয়ে রাখি।
যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসবে।
সে তোমায় ধোকা দিয়ে কোন দিন না যাবে।
ছেড়ে যাবার যদিও থাকে হাজারটা কারণ,
থাকার জন্য খোঁজে নেবে একটি মাত্র কারণ।
যে যাবার সে চলে যাবে পারবে না রাখতে বেধে,
আটখাতে পারবে না তারে ঝড়ালে নয়ন কেঁদে।
মেয়েদের ফোন বিজি দেখলে কেন ছেলেদের মন হয় খারাপ,
কেন তোমরা না বুঝে মেয়েদের দাও এত চাপ।
আতীয় স্বজন ফোন দিলে কি সে পর হয়ে যাবে,
তোমার যে যাবে নাকো তোমারই রবে।
সন্দেহ ত্যাগ করো তাহলে যাবে ঝগড়াঝাটি,
মন বুঝে প্রেম করো সেই প্রেম হবে খাটি।
দুটি মনের মিল করে যখন বাধা হয় প্রেমের তরী,
ঝগড়া হলেও সেই প্রেম মধুর তাকেই প্রনাম করি। ১৪.০৬.২০১৬