কবির কলম পারে বিদ্রোহী হতে
হতে রণতূর্য,
কবির কলম পারে আধাঁরের মধ্যে
হতে আলোকিত সূর্য।
কবির কলম পারে নির্ভয়ে বলতে
বাস্তবতার কথা।
কবির কলম পারে সত্যতা প্রকাশে
সৃষ্টি করতে কবিতা।
কবির কলম পারে ক্যামেরা হয়ে
অনেক কিছু করতে ধারণ,
কবির কলম পারে করতে পরিবর্তন
সমাজের অনেক ধরণ।