যখনি ডাকিবে কাক            সবাই তাকিবে নির্বাক
              তুমি জাগিও বন্ধু শ্যামরায়,
একাকি গোপনে                নির্জন ভুবনে
                দেখা করবো মোরা দুজনায়।
নিরব এই প্রভাতে             বন্ধু তোমার সাথে
               ভেসে যাবো প্রেম যমুনায়,
করে পুলোকিত মন            করবো প্রেমের আলিঙ্গন
            কেউ যেনও ঠের নাহি পায়।
শুনিয়া কাকের ধ্বনি            বন্ধু জাগিও তখনি
             ঊষা যেনও চলে নাহি যায়,
বাড়ির পাশে কদম তলে             আসিও তুমি নিরলে
             আমি রবো তোমার অপেক্ষায়,
হবো দুজন প্রেমময়          তোমার যেনও স্মরণ রয়
      আমি তোমার তুমি আমার এইনা ধরায়।


২০/১২/১৫ইং