আজ কাল ফুসকা চটপটির ভালো মান বেড়েছে,
কবি ও তার কবিতায় এখন চটপটি নিয়ে লিখছে।
কলেজে আসার পর আবার কলেজ হলে ছুটি,
সবাই চলে যায় খেতে ফুসকা চটপটি।
প্রেমিক প্রেমিকা হলে তো আর কোন কথা নেই,
চল দুজন ফুসকা খাবো যাবে চল এই।
বাড়িতে দেখ মা বাবা কত চিন্তায় আছে,
ছেলে বা মেয়ে আসছেনা কেন সেই যে সকালে গেছে,
বিকাল ঘনিয়ে সন্ধ্যা আসে তবু খাওয়া হয়না শেষ,
পাশাপাশি চলে প্রেমের আলাপ তবু রয়ে যায় যেন রেশ।
রাতেও চলে ফুসকার আলাপ আসিও সকাল বেলায়,
বসে দুজন ফুসকা খাব নির্জন নিরালায়,
ফুসকা চটপটি ছাড়া যেমন প্রেম ঝমেনা,
আচ্ছা? এ টি ভালো না খারাপ কেউতো খোঁজেনা।
আমরা বাঙ্গাল খাবারের কাঙ্গাল যা পাই তাই খাই,
একদিন দেখবে বাচার জন্য কোন ঔষদ নাই।