ফজরের আযানের ধ্বনি, যখনি আমরা শুনি,
ঘুম থেকে যাই উঠে,
পাখিরা সব গান করে গাছে ফুল ফুটে।
রুটিন মত  যাহা আছে সারা দিনের কাজ,
সবার আগে পড়ি মোরা ফজরের নামাজ।
নীরব থাকে ফজর খানা নীরব চারিধাঁর,
মধ্যে মধ্যে আলোর ছায়া মধ্যে মধ্যে আধাঁর।
চাঁদ মামা ঠিক তখনি ধীরে ধীরে যায় ডুবে,
সূর্যি মামা আলোর রশ্মি ছড়ায় এই ভবে,
শীতল হাওয়া বয়ে যায় ধরণীর উপর,
নব দিনের হয় সূচনা এইতো ফজর।০২/০১/১৬ইং