দু চারটি কবিতা লিখতে পারি বলে ভেবোনা কবি হয়ে গেছি,
কষ্টের কথা লিখি বলে ভেবোনা কাউকে হারিয়েছি।
আমি একা ভয় নেই আমার কাউকে হারাবার,
আপন কেউ থাকলে না ভয় থাকতো ছেড়ে যাবার।
আমি কি নিয়ে এসেছি আমি কিবা হারাবো,
কেন আমি মিছে মিছে মনকে কষ্ট দেবো।
কষ্ট গুলো যদি ও ভুলে মনে করে ভীড়,
আমার ভয়ে পালাতে তারা হতে হয় অস্থির।
আমি একা আছি ভালো আমি অনেক সুখি,
মাঝে মাঝে মিথ্যে স্বপ্ন মনে দেয় উকি।
স্বপ্নকে তাড়িয়ে দিয়ে একা থাকতে চাই,
জীবনটা এক খেলার পুতুল জেনে রেখো ভাই।
১৪/০৯/১৫ইং