কবিতার মাঝেই কবিদের বাস
কবিতাই বলে কবির কথা,
কবিতায় ফুটে কবির আনন্দ
কবিতায় ফুটে কবির ব্যাথা।
দুঃখ কষ্ট মনে যখন ভীড় করে এক সাথে,
কবিরা তা প্রকাশ করেন নিজের কবিতাতে।
দুঃখ কষ্ট প্রেম থেকেই কবিতা সৃষ্টি হয়,
দালান কোঠায় বসে তাহা লিখা সম্ভব নয়।
কবিতা নয় কোন ছন্দের কথা,
তার মাঝে জড়িয়ে থাকে অনেক বাস্তবতা।