একদিন মনুর পাড়ে গিয়েছিলাম, ঢেউ দেখিতে.
হঠাৎ দেখি তুমি আসছো ভেসে, সেই নদীর স্রোতে।
একদিন পুকুর পাড়ে গিয়েছিলাম, স্নান করিব বলে,
হঠাৎ দেখি তোমার ছবি সেই পুকুরের জলে।
একদিন শিশির কণা দেখবো বলে, জেগেছিলাম ভোরে,
হঠাৎ দেখি তুমি কোকিল হয়ে, ডাকছো মধূর সূরে।
যখন তোমায় খোঁজ করিলাম, নিজের অবুঝ মনে,
দেখি তুমি বসে আছো মনের সিংহাসনে।
তাহলে ও গুলো কি?
ও গুলো আবেগের আকুতি আর কিছু নয়।
মনের মানুষ মনে থাকে আকাশ পাতালে নয়।
০৯/০৪/২০১৬ইং