কেন এত রাগ গো তোমার কেন এত অভিমান,
কেন এত থাকছো দুরে ভেঙ্গে ছুড়ে হৃদয় খান।
মনে আমার নাইকো সুখ
অশ্রুজলে ভাসছে বুক
তোমার জন্য দিতে পারি জীবন খানি বলিদান,
কেন এত রাগ গো তোমার কেন এত অভিমান।


আকাশ হতে বৃষ্টি ঝড়ে বৃক্ষ হতে হাওয়া,
আমার মনে ইচ্ছে প্রিয় শুধু তোমায় পাওয়া।
কেন তুমি বোঝনা তা
দিচ্ছো কেন এত ব্যাথা
তুমিহীনা হয়না আমার প্রেমের বৈঠা বাওয়া,
ছেড়ে অভিমান প্রেম করো দান আমি যে অভয়া।


শুধু কি আমার, ছিল তো তোমার খানিক হলেও ভুল,
তবে কেন দিতে হচ্ছে একাই আমায় মাশুল,
এবার আইন  ভঙ্গ করো
একটু আমার সঙ্গ ধরো
মন উদাসীন তোমার জন্য বাঁচে না আর প্রাণ,
এবার না হয় ভেঙ্গে ফেল তোমার অভিমান।