ঘুম খুব কম রাত্রি জাগা
খুলা রয় দুই আঁখি,
ভুলা যায় না কত স্মৃতি
চাই তো ভুলে থাকি।


রাত আমার জেগে থাকার
চাঁদ ভালো জানে,
বাদ পড়েছে যে জানার সে
আছে অভিমানে।


মান অভিমান বজায় রেখে
করছি সময় পার,
ধরছি শুধু দু’জনার দোষ
তোমার না আমার।


ভাঙ্গবে একদিন ঠিক সব ভুল
শান্ত হবে মন,
ক্লান্ত হবে চাওয়া পাওয়া
হবো না আর আপন।