মা তুমি আছো বলে আজো খোকা ডাক শুনি,
মা গো মা তুমি যে আমার দুটি চোখের মনি,
মা তুমি আছো বলে আমার কোনো ভয় নাই,
যখন যা চাই মাগো তোমার কাছেই পাই।
মা তুমি আছো বলে তোমার কুলে আজো ঘুমিয়ে পড়ি,
মা গো তোমার আদর্শে জীবন আমি দেই যেনো গো পাড়ি।
মা তুমি আছো বলে স্বর্গ সুখ তোমার মাঝেই পাই,
মাগো তোমার চেয়ে বড় আর কেউ এই জগতে নাই,
মাগো তোমাকে নিয়ে কি কবিতা লিখবো তুমি যে নিজেই গ্রন্থ,
তোমার মমতা মাগো চির অনন্ত।
তুমি কভু কাঁদতে দাও নি দিয়েছো মুখে হাসি,
মাগো তোমার কুলেই বার বার যেনো আমি ফিরে আসি।