পাল তুলে দেয় ওরে মাঝি পাল তুলে দেয় হায়,
ডাক এসেছে ওপার থেকে আর কি থাকা যায়।
আমার জীবন বেলা ডুবে যাচ্ছে
সব নিজ নিবাসে যাচ্ছে
আধাঁর এবার ঘনিয়ে আসছে আলো নিভে যায়,
পাল তুলে দেয় ওরে মাঝি পাল তুলে দেয় হায়।


এসেছিলাম যে কাজেতে হলো না তার কিছু,
মোহ আমায় গ্রাস করিল রইলাম তার পিছু।
মায়ার বিষে দংশীল মোরে
রাখলো অচেতন করে
জাগায়নি কেউ কভু আমারে কারো দোষ নেই কিছু,
তোর নেই হুস মোর কি দোষ ভেবে মাথা নিছু।


আজ এসে দাঁড়িয়েছি বড়ই অবেলায়,
সবাই যাচ্ছে খুশি মনে সঞ্চয় আছে তায়।
আমার নেই কোনো সঞ্চয়
তাইতো আমার আজ এত ভয়
যাবার এবার হলো সময় মন কাঁদে চিন্তায়
পাল তুলে দেয় ওরে মাঝি পাল তুলে দেয় হায়।


আবার যদি আসা পড়ে আমার কোনদিন,
মিটিয়ে দেবো সকল পাওনা আমার যত ঋন।
এবার না হয় করো দয়া
আমি আজ বড় অভয়া
আমার সম্বল দুই চোঁখের জল তাও আজ মলিন,
মিটিয়ে দেবো আসলে আবার তোমার পারের ঋণ।