আপন মনের গোপন ঘরে তার বসবাস,
দেখবে না কেউ এ প্রেমের ঢেউ দিয়েছি আশ্বাস।
গত ফাল্গুনে মধুরে ক্ষনে হলো তার মালা বদল,
দেখেছি শুধু হয়েছে বধু আসতে বরের দল।


যাবার আগে পালকিতে দিয়ে গেলো হাসি,
যত দুরে যাই রবো মনের পাশাপাশি।
তার পর গেলো কয় বছর দু’জন বিবাহিত,
আমার বধু তার স্বামী তবুও কথা হতো।


যাচ্ছেতো দিন ফর্সা মলিন গোপন অলিঙ্গনে,
বুুঝা কঠিন কে যে কখন বাস করে কার মনে।
এমন করে নিজের বধু হয়তো কথা কয়,
জীবনতো আর যাচ্ছে কেটে হয়ে প্রেমময়।