হারিয়ে যাওয়া সেই মেয়েটির ফিরে আসার কথা,
ভাবতে গিয়ে হঠাৎ সৃষ্টি হয়ে গেলো কবিতা।
ভুলে ছিলাম প্রেম পিরিতী ভুলে ছিলাম সবই,
হঠাৎ আবার উদয় হল ভালোবাসার রবি।
আমার মনের আকাশে,
প্রেমের জলে ডুবে গেলাম আবার অবশেষে।
হয়েছে আবার কয়েক দিন চলছে ভালোই পিরিতী,
জানিনা কি হবে আমার এবার পরিনতি।
বিশ্বাস করবো কি ছেড়ে দেবো পাচ্ছিনা ভেবে,
ভাবি আমি আবার কি সে আবার হারাবে।
মুখটা তাঁহার সহজ সরল মনটা তাঁহার কঠিন,
তার অন্তরে প্রবেশ করলে ভাবি আছি সেন্টমার্টিন।
ভালোবাসা যেমন দেখায় তেমন দেখায় রাগ,
গাল ফুলিয়ে কখনো আবার হয় কালি নাগ।
রাগ অবার বেশিক্ষণ স্থায়ী থাকেনা,
সে ছাড়া তো কিতা করো কেউ তো বলেনা।
ইচ্ছে মনে তাঁর সনে কাটাতে জীবন,
আবার ভাবি কাল বৈশাখী ঝড় কি আসে কখন।
ক্ষণে হাসায় ক্ষণে কাঁদায় বুঝিনা তার মতি,
জানিনা কি কপালে আছে সুখ না দুর্গতি।