একটি কবিতা পড়বো বলে কত অপেক্ষার পর.
দেশ থেকে দেই বিদেশ পাড়ি, পাড়ি দেই নদী সরোবর।
ভিসা আর টিকেট করে  স্থল অথবা আকাশ পথে,
ছুটে আসি উদাসীর মত একটি কবিতা পাঠ করতে।
শুধু মানুষের ভিসার প্রয়োজন কবিতার প্রয়োজন নয়,
কবিতা এমনই মুক্ত মাঝে মাঝে পাখির মতই মনে হয়।
আমি কবিতাকে দেখি মেঘের মত মুক্ত আকাশে বেড়াতে
আমি দেখি পাখির মত ডানা মেলে উড়ে যেতে।
কবিতাতো কবিতাই আমি ভাবি শব্দের নদী,
কোন কিছুর বাধা মানে না বয়ে চলে নিরবধি।
হোক না ভিন্নদেশ ভিন্ন নাম যতই থাকুক তারের বেড়া.
এপার  আর ওপার তবুও যেনো ভালোবাসায়  ঘেরা।


.................................
"বাংলা কবিতা স্মারক"