স্মৃতির আঁধারে আজও খুঁজে বেড়াই
পুরোনো সেই দিনগুলি,
কত আনন্দ কত সুখ ছিলো
কি করে বলো ভুলি।


স্বাধীন পাখির মত যেমন
বেড়িয়ে ছিলাম ঘুরে,
সন্ধা হলে ফিরে আসতাম
আপন ছোট্ট নীড়ে।


ছিলো না বাঁধা ‍ছিলো না দায়িত্ব
ছিলাম বড়ই স্বাধীন,
জীবনটা ছিলো যেমন
ফুলের মতই রঙ্গিন।


দিন হতে দিন হারালো সব
বদলে গেলো সবই,
পুরোনো দিনের সব কিছু আজ
ফ্রেমে বাঁধা ছবি।